ছুটছে দেশের বিজয়রথ
অজিত কুমার কর


আমার চোখে অষ্টাদশী শ্যামাঙ্গিনি তন্বী চাঁদ
বিশ্বকবির কবিতাতেও বিধুমুখী যায়নি বাদ।
পূর্ণিমাতে অপরূপা ওকে দেখে হই বিভোর
চন্দ্রপৃষ্ঠ অসমতল কোথাও পাহাড় কোথাও খাদ।


তা সত্বেও শশীর দিকে গভীর রাতে দিই নজর
সহায়তা পেলেই আমি পৃষ্ঠদেশে বাঁধব ঘর।
জল ও বাতাস যদি জোগায় তাহলে তো চিন্তা নাই
ওটাই হবে দ্বিতীয় ঘর বলব কথা পরস্পর।


খবর পেলাম ধাতু আছে আর রয়েছে অক্সিজেন
দুশ্চিন্তার বিলোপ হবে যদি মেলে হাইড্রোজেন।
জল তৈরি করে নেব যখন যেমন প্রয়োজন
সেলিব্রেশন করার জন্য তৈরি করব ফাউন্টেন।


চেষ্টা করছে প্রজ্ঞান রোজ, হাতে বেশি নেই সময়
যা জানতে চায় জেনে গেলেই সার্থক হয় চন্দ্রজয়।
সারা বিশ্বে প্রশংসিত চন্দ্রযানের এই প্রয়াস
দিগন্ত ঠিক খুলে যাবে এই যাত্রায় সুনিশ্চয়।


এখন সবাই তাকিয়ে আছে কত তথ্য পায় ভারত
এসব তথ্য সারা বিশ্বের এটাই দেশের অভিমত।
আরব্ধ কাজ হোক ঠিকঠাক সবার মনোবাসনা
ছুটুক ছুটুক ছুটুক জোরে ভারতমাতার বিজয়রথ।


© অজিত কুমার কর