ছুটির ঘন্টা
অজিত কুমার কর


বাজলে ছুটির ঘন্টা
উবে যায় উৎকণ্ঠা
ইচ্ছে করে বেরিয়ে পড়ি
রয় না ঘরে মন
প্রবল বেগে টানে আমায়
মোহনার ওই বন।


হাওয়ায় পুজোর গন্ধ
বইছে মৃদুমন্দ
ছুটে চলে নৌকা বেগে
তরঙ্গ উচ্ছল
মিলেমিশে সব একাকার
আকাশ এবং জল।


নয়কো প্রতিদ্বন্দ্বি
মনক্যামেরায় বন্দি
খাঁড়ির চরে বাঘের দেখা
চোখ বোজে না আর
লেজ দুলিয়ে ঢুকলো বনে
দৃশ্য চমৎকার।


মৌচাকে মউমক্ষী
কত রকম পক্ষী
মায়ের সাথে হরিণ-শিশু
পিছন পিছন ধায়
শত্রু ভেবে হরিণী মা
এইদিকে তাকায়।


© অজিত কুমার কর