চিনি তোমায় চিনি
অজিত কুমার কর


চিনি চিনি তোমায় চিনি ওগো আগন্তুক
চুপিসারে নীড়ে প্রবেশ কলিজা ধুকপুক?
না বললেও বুঝতে পারি তোমার অভিলাষ
কী ভেবেছ, তাড়িয়ে দেব এতই অবিশ্বাস!


ফেলে দিল চারখানা ডিম রইল মাত্র এক
সমসংখ্যক পাড়ল নিজে দেখ রে কাকি দেখ।
তা দেয় কাকি যতন করে পাহারা দেয় কাক
পাঁচখানা ছা বেরিয়ে এল, সব চুপচাপ থাক।


খুঁজে খুঁজে খাবার আনে ছানারা অস্থির
একসঙ্গে পায় না সবাই ফের যাবে শিগগির।
কে পেল কে রইল বাকি  মা'র নেই সংশয়
ছানার উদরপূর্তি হলে মায়ের শান্তি হয়।


দিনে দিনে বাড়তে থাকে শূন্য হবে নীড়
যতদিন না হচ্ছে বড় বাঁধন সুনিবিড়।
কাক ও কাকির বদান্যতায় ছানা ফুড়ুৎ ফাই
এমন প্রীতি অটুট থাকুক দেখে তৃপ্তি পাই।
-----
© অজিত কুমার কর