চিন্তাধারায় পরিবর্তন চাই
অজিত কুমার কর


দুটি বর্ণ তাও ব্যঞ্জন তাতেই সৃষ্টি নর
নিরাভরণ অঙ্গ যেন বিচ্যুত প্রস্তর
আ-কার এবং ঈ-কার নারী বাড়তি পায়
তাতেই ওরা স্রোতস্বিনী পাহাড়ি নির্ঝর।


দমিয়ে রাখার ব্যর্থ প্রয়াস শক্তি প্রদর্শন
ভয় কেন পাও অকারণে শান্ত কর মন
ধ্বংস এবং সৃষ্টির বীজ রক্তধারায় ওর
শান্ত-স্নিগ্ধ-সৌম্য যেমন, রুদ্ররূপ তেমন।


সহিষ্ণুতার বড়ই অভাব হিংসা-দ্বেষ প্রকাশ
পুরুষতন্ত্র স্বার্থপর খুব নারী মানেই দাস
প্রেম ছাড়া যে জীবন অচল বিষাদের বিস্তার
একঘেঁয়েমি জীবনযাপন উঠবে নাভিশ্বাস।


চিন্তাধারায় পরিবর্তন সবার আগে চাই
না হলে তো পুরুষ তুমি পুড়েই হবে ছাই
অবিলম্বে সতর্ক হও হাতে সময় কম
তা না হলে মিশবে ধুলায় সকল গরিমাই।


© অজিত কুমার কর