*                                          
       হৃদয়ের রং হয় না ফিকে চিরসবুজ বর্ণময়
    সব ঋতুতে পুষ্প ফোটে সুবাস দিয়ে চিত্ত জয়।
                    যেমন ছিল যৌবনে সে    
                  প্রেমজোয়ারে যেত ভেসে
    এখনো সে তেমনি আছে ডাকে তারে সমুদ্দুর,
                 প্রিয়ার সাথে নাচতে পারে  
                    মহুল বনে টিলার ধারে
বাঁশিতে ফুঁ দিলে আজও বেরিয়ে পড়ে মিহিন সুর।
ঝরনা পেলে ডুব দেবে সে জলকেলিতে হাস্যরোল
মন এখনো পলাশরাঙা তাক ডুমা ডুম বাজায় ঢোল।


  ছাইচাপা রয় আগুন যেমন মনেও পড়ে আস্তরণ
একটুখানি সোহাগ পেলে উঠবে জেগে ঠিক তখন।
                   অলির মতো গুনগুনাবে    
                  ফুলকলিরা শুনতে পাবে
  ভ্রমর এলে  ফুলকলিদের জমে ওঠে মহোৎসব,
                  ফুলের রেণু জড়ায় গায়ে
                  উড়ে বেড়ায় দখিন বায়ে
ছড়িয়ে দেয় উজাড় করে জমে থাকা সুসৌরভ।
পুলক জাগায় রঙিন করে চিত্তে তোলে উতল ঢেউ
সুগন্ধি ফুল বুঝতে পারে বোঝে না তা অন্য কেউ।