চোখে চোখেই বার্তা বিনিময়
অজিত কুমার কর


যেদিন প্রথম চোখাচোখি
শুধুই একটু হাসি,
ওই হাসিতেই শিরায় শিরায়
পুলক রাশি রাশি।


দুঃসাহসী হয়ে আমি
এগিয়ে গেলাম কাছে,
কিছু কথা বলার ছিল
সময় তোমার আছে?


প্রশ্ন শুনে তুমি নীরব
উঠল বেণী দুলে,
অমনি ভ্রমর গুনগুনিয়ে
বসল গিয়ে ফুলে।


যেসব কথা হল, আছে
মনমুকুরে লেখা,
ফিরে গেলাম যে যার ঘরে
তখন একা একা।


ওই নয়নের ঘূর্ণিপাকে
ডুবতে আমি রাজি,
হাতে তবু রইবে ধরা
পুষ্প ভরা সাজি।


© অজিত কুমার কর