এড়াতে পারো না কভু দায়িত্ব তোমার
বুঝি না কেন যে করো সুকুমারী পূজা
জনারণ্যে মিশে যায়, খোঁজ নেই তার।


ক’দিনের জন্য আসে দেবী দশভূজা
দশমী তিথিতে তাঁর কৈলাস গমন
দশ প্রহরণ হস্তে রূপসি তনুজা।


কুমারীকে নিয়ে কেন ক’রছো এমন
এদেশে নারীরা আজ নিগৃহিতা রোজ
ওদের সুরক্ষা দান অগ্রে প্রয়োজন।


অষ্টমী তিথিতে দেখি কত সাজগোজ
রজনি প্রভাত হ’লে ভিখারির বেশ
গতানুগতিক সব রাখো নাকো খোঁজ।


কীবা এর প্রয়োজন, বিভ্রান্তি অশেষ
দিয়ো না, দিয়ো না আর কুমারীকে ক্লেশ।