*
            কী খাবি বল লস্যি না দই গরমটা বেশ খানদানি
             তা না হলে তরমুজই খা ঢুকবে তবু লাল পানি।
                        গায়ে যেন ফোসকা পড়ে
                          অস্থিরতার পারদ চড়ে
        কালবোশেখি না এলে আর কমবে না তাপ বেশ জানি।


          সকালে স্নান দুপুরে ফের আবার একবার সাঁঝবেলা
               তবুও কি স্বস্তি আছে দিনমণির কী খেলা!
                       দশেরি আম ভাতের শেষে
                       বিকালবেলা আবার হেসে
           এটা ওটা পড়ছে পেটে জামও খাচ্ছি রোজ মেলা।


          গরু-বাছুর কুকুর-বিড়াল কারও কি আর সুখ আছে
            বেলা বাড়ার সাথেসাথেই পক্ষীরাও সব গাছে।
                        অল্প বারি পুকুর ডোবায়
                         দিনে দিনে তাও শুকায়
         জল বিহনে জীবন অচল মিলবে কোথা কার কাছে!


         চাতকেরও করুণ দশা কোথায় গেলে জল পাবে
        আকাশ থেকে পড়লে ঝরে কেবল তখন সে খাবে।
                     মেঘেরও নেই আনাগোনা
                    কোনো শব্দ যায় না শোনা
        চাষের আশা দফারফা ভাত না খেয়ে দিন যাবে।


                               ***