ডানা ছাড়াই উড়াল
অজিত কুমার কর


পাখির দুটো ডানা আছে
আমার তো তা নাই
কিন্তু ওড়ার ইচ্ছা প্রবল
কোথায় গেলে পাই?


হাওয়া পেলেই ওড়ে ঘুড়ি
ডানা তো নেই ওর
ওর দেহটা হালকা খুবই
সুতোয় মায়াডোর।


বেলুনে গ্যাস ভরে দিলেই
ও করে উশখুশ
একটু ছাড়া পেলেই হল
ফুসমন্তর ফুস।


ধরাছোঁয়ার বাইরে তখন
আকাশ ছুঁতে চায়
অন্তবিহীন মহাশূন্য
তাই ও নিরুপায়।


উড়াল দেব প্লেনে চড়েই
প্রথমে কাশ্মীর
ওকেই তো ভূস্বর্গ বলে
মনপাখি অস্থির।


© অজিত কুমার কর