দানের আতিশয্য
অজিত কুমার কর


বলী রাজার দর্প ভারী
প্রবল প্রতাপ অহংকারী।
দেবতারা কাঁপছে ভয়
বাঁচবে তাঁরা কার আশ্রয়ে!


বলীর রাজ্য স্বর্গ মর্ত্য
মাটির তলা আঁধার গর্ত।
বৃহস্পতি স্বর্গগুরু
ভাবনাচিন্তা হলো শুরু।


বিষ্ণু এল ছদ্মবেশে
কৃপা ভিক্ষা চাইল হেসে।
ত্রিপাদ ভূমি দিতে হবে
বলী বলে, 'দিচ্ছি তবে'।

একটি পা'য়ে স্বর্গ ভরা
দ্বিতীয়তে পূর্ণ ধরা।
তৃতীয় পা কোথায় রাখি
মাথাটুকু কেবল বাকি।


বলী হলো পাতালবাসী
দেবতাদের ফুটল হাসি।
গেল তাঁরা স্বর্গে ফিরে
এক পলকে আকাশ চিরে।


একটা কৃপা পেল বলী
চতুর্দশীর জল-অঞ্জলি।
মর্ত্যে আসে সদলবলে
দাপট দেখায় জলে-স্থলে।


প্রেতাত্মারা তৃপ্ত হোমে
অপ-ক্ষিতি-তেজ মরুৎ-ব্যোমে।
মানবাত্মা অবিনশ্বর
মানসচোখে হয় না গোচর।