দারিদ্র্য
অজিত কুমার কর


একটা জামা তাও ছেঁড়া
কাঁপছি বসে শীতে,
উলের টুপি গরম পোশাক
কেউ কি পার দিতে?


শুনতে পেয়েই রিন্নিসোনা
বলল গিয়ে মা'কে,
উলের পোশাক নেইকো রুমার
দাও-না, দেবো তাকে।


ও তো আমার সাথেই পড়ে
থাকে কোথায় জানি,
ওই ওদিকে খালের পাড়ে
কাছেই সানি, রানি।


লেগিন্স, জামা, উলের টুপি
নিয়েই গেলাম ছুটে,
পৌঁছে যেতেই আমায় দেখে
সবাই গেল জুটে।


তিলের লাড্ডু দিয়েছিল
দিলাম রুমার হাতে,
কামিজ টুপি পরেই নিল
শীত না লাগে যাতে।


© অজিত কুমার কর