কদিন আমাকে ঘরের বাইরে বেরোতে দিচ্ছ না।
জানলা দিয়ে যতদূর দৃষ্টি যায় প্রাণভরে দেখি।
খুব ইচ্ছে করে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াই,
কিন্তু তা তো হবার নয়, গেট বন্ধ, হুহু করে মন।
... ... ...

তোমরা সেদিন রাতে কী যেন বলাবলি করছিলে,
সফদারজঙে দামিনী মৃত্যুশয্যায়,
মাথায় ও কোমল অঙ্গে গভীর ক্ষত,
রাতারাতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ।
তারপর তোমরা একদম চুপ।
আমার ঘরের মোমবাতিটা এতক্ষণ জ্বলছিল।
হঠাৎ  দমকা বাতাসে নিভে গিয়ে
সারাটা ঘরকে অন্ধকারে ডুবিয়ে দিল।