গীতিকবিতা : দেখা দাও
অজিত কুমার কর


বিরহের কী যে জ্বালা জ্বলে জ্বলে বুঝি
জানতে চেয়ো না তুমি কী করে তা যুঝি।
তবু জমে থরে থরে ব্যথা হাহাকার
এ জীবনে পাব নাকি দর্শন আর
স্বপনে ও জাগরণে তোমারেই খুঁজি।


কোথা গেলে পাব দেখা ঘুরি মাঠে বনে
যখনতখন জল ঝরে দু'নয়নে।
নিশ্চল সুপ্তিকে ডুবে যায় ধরা
প্রার্থনা একবার এসে দাও ধরা
দুহাতে জড়িয়ে আমি কোলে মুখ গুঁজি।


© অজিত কুমার কর