*
       কাননে ফুল চয়ন করি নিত্য প্রাতঃকালে
    টিপ দেখি না কোনোদিনও নীলাম্বরের ভালে।
একান্তে মা কাছে পেয়ে       আপন মনে স্তুতি গেয়ে
     চাইছি শুধু একটু আদর নয়কো গাড়ি বাড়ি
ফুল রাখি মা পদতলে       জবার মালা পরাই গলে
  কালীঘাটে যাই না মা গো দিই না কোথাও পাড়ি।
       নাচি আমি খোল বাজিয়ে মৃদঙ্গেরই তালে
       আলোয় তখন ভুবন ভরে আমি অন্তরালে।


   নিরাকার না সাকার মা তুই দে-না আমায় বলে
   বেঁধে আমায় রাখনা মা তোর দুকূলের অঞ্চলে।
চাই না কিছু মা কে পেলে কোথা যে যাস আমায় ফেলে
     কেমনে মা গো রইতে পারি এই বিজনে একা
দুঃখ আমার বুঝিস না কি  সারাটা দিন কেবল ডাকি
   একটি বারের জন্য কেন দিস না আমায় দেখা।
    কত পাপীতাপী মাগো ঠাঁই পেয়ে যায় কোলে
  আমার মতো শিশুরা তো মায়ের কোলেই দোলে।