দেখা দিল ধরা দিল না


কেন যে বোঝে না মন বারে বারে চায়
অধরা মাধুরী ও'যে দূরে সরে যায়।
সোনার হরিণ
পলকে লুকায় বনে ধরা সুকঠিন
তবুও শোনে মন, ‌‌বলে কাছে আয়।


তাড়া দেয় বারেবারে থেমো না থেমো না
এপথেই প্রতিদিন করে আনাগোনা।
যদি দেখা পাই
নদীতে মেটায় তৃষা, আড়ালে দাঁড়াই।
এ তো হরিণীর ডাক, ওই যায় শোনা।


তাকাল পিছন ফিরে এদিক-ওদিক
ভীতি ওর যদি পায় টের পদাতিক।
চলে জলপান
চঞ্চলা হরিণীর খাড়া আছে কান।
ধীর পায়ে উঠে এল, নয়নে ঝিলিক।


হরিণীর আঁখি দুটি বড় মায়াময়
কবির কাব্যে পাই তার পরিচয়।
অভিনন্দন
বাসনা পূর্ণ হল, খুশি খুশি মন।
প্রশমিত হল ঢেউ, তোমার বিজয়।


#আজিত কুমার কর