দেখা পেলাম
অজিত কুমার কর

বিশ্বকবি রবীন্দ্রনাথ আমাদের ঈশ্বর
ডাক দিলে পা বাড়াই পথে সহে না আর তর।
হোকনা উঁচুনীচু
আমার   ভাবনা নেই কিছু
ঠিকানা জানি না আমি এখন কোথায় ঘর
শুধু জানি যাবার পথে মানস সরোবর।

পাহাড়ি পথ খাড়াই খুবই চলছি হেঁটে একা
সন্দেহ জাগেনি মনে পাবই পাব দেখা।
সূর্য গেলে পাটে
আমার   বিজনে রাত কাটে
রঙিন হতে শুরু যখন পুবদিগন্তরেখা
ভেসে ওঠে পথনির্দেশ পড়ি তোমার লেখা।

তুষারঢাকা শৃঙ্গ কত সুমসৃণ সোপান
এক পা ফেললে দু-পা এগোই অদৃশ্য এক টান।
কে ওই জটাধারী!
আমি   চিনতে নাহি পারি
'আকাশভরা সূর্যতারা বিশ্বভরা প্রাণ'
তুমিই তবে রবীন্দ্রনাথ এ তো তোমার গান।

পেয়ে গেলাম তোমার দেখা হিমালয়ের কোলে
সারা অঙ্গ মাণিক্যময় দেখে হৃদয় দোলে।
চাই না যেতে ফিরে
জানাই   প্রণাম নতশিরে
আমি তো এক শিক্ষানবিশ পড়ব তোমার টোলে
যাব না আর কোথাও আমি তোমাকে না ব'লে।

© অজিত কুমার কর