দেখি উজ্জ্বল ছবি
অজিত কুমার কর


পরিবর্তন হয় সময়ের সাথে
আচারেও আচরণে প্রকট এখন
মন্দলোকের পাশে সুন্দর মন
এখনো প্রাণীরা মাতে ঘাতপ্রতিঘাতে।


কত কী উদ্ভাবন হচ্ছে নিয়ত
মহাকাশযান গেছে মঙ্গল গ্রহে
শ্রদ্ধাভক্তি আছে তবু বিগ্রহে
যুক্তিতর্ক চলে, তবে সংযত।


চিন্তা সদর্থক নয়কো হতাশ
উন্মেষ হবে ঠিক শুভবুদ্ধির
অযথা মানবমন হয় অস্থির
এগোবেই এ পৃথিবী দৃঢ় বিশ্বাস।


যা-কিছু খারাপ ঘটে, ঘটায় মানুষ
পরশ্রীকাতরতা কঠিন অসুখ
আত্মতুষ্টি দেয় অন্তরে সুখ
ধৈর্য হারিয়ে গেলে বিলুপ্ত হুঁশ।


সুন্দর পৃথিবীর অপরূপ ছবি
স্বপনেও জাগরণে দেখি প্রতিদিন
এ-ছবি মলিন নয় উজল রঙিন
রামধনু এঁকে দেয় যে রকম রবি।


© অজিত কুমার কর