ধরাই থাকে হাত
অজিত কুমার কর


জন্ম থেকে দেখছি আমি ওকে
নদীর সাথে তাইতো ভালোবাসা
হলো যেদিন প্রথম পরিচয়
ওই জোগাল আমার মুখে ভাষা।


যাইনি ভুলে নদীর অবদান
হাঁটু জলে প্রথম দাপাদাপি
জীবন যেন প্রবাহমান নদী
কতটা জল পাটকাঠিতে মাপি।

নদীর কাছে অসীম ঋণে ঋণী
অকৃতজ্ঞ নয়কো আমি মোটে
গাঁটছড়াটা শক্ত করে বাঁধা
কুসুমকলি অবলীলায় ফোটে।

নদীর চরে যেন রঙের মেলা
মধুকরের অবাধ যাতায়াত
কত সময় কাটাই ঘুরেফিরে
সূর্য ডোবে ছাড়ি না ওর হাত।


----
© অজিত কুমার কর