*                ধরার খুশি মেঘ না জানে
                     আজিত কুমার কর


  কতটা জল বক্ষে ধরে জানে না ওই মেঘবলাকা
বুঝতে পারি যখন ভাসায় সামনে দূরের সব এলাকা।
যখন পড়ে পাতায় ঘাসে        নাচে ওরা মহোল্লাসে
মেঘ জানে না কী সুখ দিল উজাড় করে হৃদয় ফাঁকা।


মেঘ থেকে জল যখন ঝরে যেন পায়ের নূপুর বাজে
চুপটি করে দাঁড়িয়ে শুনি মন লাগে না তখন কাজে।
টুনটুনিরা বেজায় খুশি     কোথায় গেলি ও' মৌটুসী
ওদের দেখে আমিও খুশি প্রিয়া বলে জুড়ায় চা যে।


মেঘ কি জানে বৃষ্টিতে ব্যাং বেরিয়ে পড়ে গর্ত থেকে
অনায়াসে খাবার জোটে পেট ফুলিয়ে উঠবে ডেকে।
এত খবর জানাবে কে?      যদি শোনে ওপর থেকে
তখন মেঘও জেনে যাবে আবার দেবে আকাশ ঢেকে।


  শিল কুড়োতে কী যে মজা সেসব কথা মেঘ না জানে
আমরা জমাই গেলাস ভ'রে, 'শিল পেয়েছি' ভরাই গানে।
টিনের চালে ধাক্কা খেয়ে      পড়বে নীচে জোরসে ধেয়ে
    খইয়ের মতো তিড়িংবিড়িং জলতরঙ্গ তখন কানে।


এই কবিতা লিখছি আমি পৌছে যাবে তোমার কাছে
ইমেল আইডি জানি আমি লেখা আছে কদম গাছে।
কদম্বফুল জুঁই পাঠাবো     পৌঁছে গেলে খবর পাবো
কী করে তা বলছি না আজ, না জানাবার শর্ত আছে।