গোধূলির সোনা রঙে নীলাকাশ রাঙে
যত ঢেউ তীরে এসে হাসিমুখে ভাঙে।
কীভাবে যে কেটে গেল শেষ হলো বেলা
দুধসাদা কত চিল চরে করে খেলা।
জেলেরা ভাসায় তরি ইলিশের আশে
ক’দিন রহিবে গাঙে অসীমের পাশে।
ফিরিছে এবার নীড়ে সাথিহারা পাখি
সোহাগে আদরে তাঁরা করে মাখামাখি।


আমার কুটিরে নামে ধূসর গোধূলি
জীবনের ফিকে রঙ আকুলিব্যাকুলি।
আঁধার ঘনিয়ে আসে ফোটে কত তারা
কুঁড়েঘরে জ্বলে বাতি ভেবে ভেবে সারা।
আশা নিয়ে আছি বেঁচে যদি ফোটে আলো
প্রভাতের সোনা রঙ মুছে দেবে কালো।