একটা করে ইলিশ কিনি
তিনশো টাকা কিলো
বরফ দিয়ে বাক্সে ভরে
ধীবরভায়া দিলো।


ফেরার ট্রেন সন্ধেবেলা
লাগেজ নিয়ে ছুটি
সুযোগ পেলে ছাড়ে না কেউ
পিছনে খুনসুটি।


দিঘা-হাওড়া দাঁড়িয়ে ছিল
এক সারিতে বসি
সূর্যদেব ডুব দিয়েছে
মারছে উঁকি শশী।


মশলা-মুড়ি দিই দিদিভাই
বলে হকার এসে
পাঁচটা দেবে, লঙ্কা বেশি
হাসল ভালোবেসে।


চা'য়ের পালা সাঙ্গ হতে
হলো গল্প শুরু
ঠিক সময়ে পৌঁছে গেলাম
কুঁচকে ওঠে ভুরু!


ভামের ছেলে ঝলকনাথ
দাঁড়িয়ে আছে একা
দেখতে পেয়ে এগিয়ে এল
চোখে খুশির রেখা।
...........................


আহ্বান


এমনই এক শ্রাবণ দিনে
হলো ভারত স্বাধীন
প্রণাম জানাই শহিদ-পদে
আমরা যারা নবীন।


ধরার বুকে ভারত যেন
শ্রেষ্ঠ আসন পায়
এগিয়ে এসো সবাই লাগি
মা যে পাশে চায়।