দিন রঙিন তাধিন ধিন
অজিত কুমার কর


বর্ণপরিচয় পড়েছি আর পড়েছি সহজপাঠ
কিছুই ভুলে যাইনি আমি বউবসন্ত ছু-কিত-কিত
যখন ভাবি দুচোখ বুজে হাতছানি দেয় খেলার মাঠ
কোথায় গেল গুপি বাঘা কোথায় গেল সত্যজিৎ?


এক-এ চন্দ্র দুই-এ পক্ষ তিন-এ নেত্র চার-এ বেদ
দুলতে দুলতে বলছি সবাই হচ্ছে যেন ভূ-কম্পন
তাল কাটে না একটিবারও অদম্য এক শেখার জেদ
ভুল বললে শাস্তি কড়া তটস্থ তাই সারাক্ষণ।


ছুটির ঘন্টা পড়ে গেলেই বগলদাবায় সিলেট বই
পথের পাশে কুমোরপাড়া চাকার ওপর মাটির তাল
হাতের চাপেই কলশি হাঁড়ি দেখার জন্য দাঁড়িয়ে রই
পোড়ার পরে মনোহর রূপ সবকিছুরই বরন লাল।


লেখাপড়ায় চাপ ছিল না হেসে খেলেই কাটত দিন
মাচার পাশে ঘুঘুর বাসা বাসার ভিতর কয়টা ডিম
পাহারা দেয় দুজন মিলে জীবন বড় অমসৃণ
ভাম এসে খায় পাখির ছানা হঠাৎ নিভে যায় পিদিম।


কত কথাই পড়ছে মনে বড়শি দিয়ে ধরছি মাছ
কাসুন্দি বা আচার চুরি কখন- যখন দিন দুপুর
'আম পাড়বি কখন এসে', চুপি চুপি ডাকবে গাছ
বারেবারেই এ মন বলে, 'আয় ফিরে আয় দিন মধুর'।


© অজিত কুমার কর