দীনকে কিছু দাও
অজিত কুমার কর


ফুল ফুটলে মধুপ এসে জোটে
গান শোনাতে আসবে প্রতিদিন
এমন ছবি দেখছি আজীবন
চঞ্চলতা ওদের সীমাহীন।


অল্প খায় বাকিটা সঞ্চয়
কোথায় রাখে, গাছের মগডালে
সুরক্ষিত ওদের পাহারায়
দু'পেয়ে জীব মানুষ থাকে তালে।


চাইলে কিছু এড়িয়ে চলে যায়
আবার কেউ না বলে দেয় সোজা
একটু দিলে ওরাও যেত বেঁচে
দরদি হও ভাবছ কেন বোঝা।


সবার আছে বাঁচার অধিকার
উপায় নেই তাইতো পাতে হাত
মানবতার দাওনা পরিচয়
তাহলে দেখো হবে না সংঘাত।


মরণশীল, যাদের আছে প্রাণ
পড়েই র'বে যা-কিছু সঞ্চয়
রিক্ত হয়ে গমন পরলোকে
তাহলে দিতে পাচ্ছ কেন ভয়।


বাঁচব একা মরুক বাকি সব
এই বাসনা পোষণ অপরাধ
দীনকে দিলে দেখবে হাসিমুখ
কাটবে দেখো আপন অবসাদ।


© অজিত কুমার কর