স্বার্থসর্বস্ব যুগে এটাই প্রতিনিয়ত ঘটে চলেছে। আমরা এতই নিজ চিন্তায় মগ্ন যে অপরের কথা ভাববার প্রয়োজনই অনুভব করি না। শুধু তাই নয় অত্যন্ত নিকট আপন জনদের কথাও বেমালুম ভুলে যাই। কবির আত্মোপলব্ধির বহিঃপ্রকাশ এই
কবিতা। কবিকে অশেষ ধন্যবাদ।