স্বার্থসর্বস্ব যুগে এটাই প্রতিনিয়ত ঘটে চলেছে। আমরা এতই নিজ চিন্তায় মগ্ন যে অপরের কথা ভাববার প্রয়োজনই অনুভব করি না। শুধু তাই নয় অত্যন্ত নিকট আপন জনদের কথাও বেমালুম ভুলে যাই। কবির আত্মোপলব্ধির বহিঃপ্রকাশ এই
কবিতা। কবিকে অশেষ ধন্যবাদ।
স্বার্থসর্বস্ব যুগে এটাই প্রতিনিয়ত ঘটে চলেছে। আমরা এতই নিজ চিন্তায় মগ্ন যে অপরের কথা ভাববার প্রয়োজনই অনুভব করি না। শুধু তাই নয় অত্যন্ত নিকট আপন জনদের কথাও বেমালুম ভুলে যাই। কবির আত্মোপলব্ধির বহিঃপ্রকাশ এই
কবিতা। কবিকে অশেষ ধন্যবাদ।
কবিতা | রাজনীতি | সৌমেন বন্দ্যোপাধ্যায় (পীযূষ কবি) |
আলোচনাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this alochona.
এখানে এপর্যন্ত ৭টি মন্তব্য এসেছে।
কবিকে ধন্যবাদ জ্ঞাপন, আপনার পরিক্রমার জন্য।
স্বার্থপরতা- স্বার্থমগ্নতা-স্বার্থকেন্দ্রিকতা কবি সুন্দর ছন্দে ফুটিয়ে তুলেছেন।
আলোচক মহাশয়কে এমন সুন্দর কবিতাটিকে আলোচনায় স্থান দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। শুভেচ্ছা কবি ও আলোচককে। ভালোবাসা রইলো আপনাদের জন্য।
রাজ -- নীতি -- অর্থ ছিল অন্য ,
কিন্তু কেমন করে যেন আমরা সবচে বুদ্ধিশীল জীব এই অর্থ বুঝেই উঠতে পারলাম না।
সমালোচনা সমাধান নয়।
রাজনীতির মূল মন্ত্র!
সুন্দর উপস্থাপনার জন্য কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই!
কবিতা এবং আলোচনা দুটি পরস্পরের পরিপূরক l আলোচনায় কবিতাটির বিষয় সুন্দর এসেছে l স্বার্থমগ্ন এই জগতে যেমনটা হচ্ছে আজকাল l কবি ও আলোচক উভয়কেই ধন্যবাদ জানাই l
একেবারে ঠিক কথা। সেদিনের সেই ধ্যান ধারনা আজ আর নাই। আজ নেতারা দেশের জন্য ভাবে অল্প নিজের জন্য ভাবে প্রচুর। শুধু রাজনীতি স্তরে নয়, আজকাল সামাজিক তথা পারিবারিক স্তরেও একই কথা। তাই আজ ৫১ বর্তী পরিবারের চিন্তাও অলীক হয়ে দাঁড়িয়েছে। সর্বাঙ্গিন ভাবে আজকের দিনে কবির কবিতা সুন্দর ও সত্য অর্থ বহ্ন করে। বাস্তব চিত্রয়ণে কবিকে অশেষ ধন্যবাদ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.