দিতে হবে সম্মান
অজিত কুমার কর


মাঠে মাঠে সবুজের সোমারোহ
গোলাভরা সোনালি আমন ধান
ক্ষেতে আলু-মুলা-পালং-গাজর
কৃষকের মুখে শুনি সারি গান।


ওরা কাজ করে মাঠে বারোমাস
দমাতে পারে না রৌদ্র-বাদল
মাটি চষে বীজ বোনে ক্ষেতে ক্ষেতে
নেই অবসাদ দৃঢ় মনোবল।

জীবনযাপন খুব সাধারণ
বাধ সাধে প্রাকৃতিক দুর্যোগ
প্রতিরোধ, তা তো অসাধ্য কাজ
বেড়ে যায় মানুষের দুর্ভোগ।


নব উদ্যমে ফের কাজে লাগে
ভুলে যায়, ছেড়ে ফেলে সব গ্লানি
চাষ ছাড়া করবার কী বা আছে
বারেবারে সবুজের হাতছানি।


দিতে হবে যথাযথ সম্মান
ওরা আছে বলে জোটে ভাত-রুটি
কেবল বাতাসে বাঁচে না জীবন
বল বল, 'ক'রব না কেউ ত্রুটি'।


© অজিত কুমার কর