দৃষ্টিহীনের অনুভূতি
অজিত কুমার কর


আঁধারে হাতড়ে চলি
ধীরে ধীরে দৃষ্টিহীন মানুষের মতো
চাবি খুলে ঘরে ঢুকি
অন্ধকারে অনুভব করি
যারা চক্ষুষ্মান নয় অসুবিধা কতো।


প্রতীক্ষায় বসে থাকে
প্রিয়তি আমার দিবারাত অমানিশা
সেও ঠিক বুঝে নেয়
পদশব্দ শরীরের গন্ধ
স্পর্শ করি করতল অদম্য জিগীষা।


পৃথিবীর আলো যারা
দেখেনি কখনো প্রকৃতির কী বা রূপ
বোধগম্য নয় তার
কোকিলের শিস যায় কানে
পায় চামেলীর গন্ধ, ছন্দ অনুষ্টুপ।