***
দিনান্তের রবিরশ্মি সুনীলে বিলীন
নিবে গেল আশাদীপ জমাট আঁধার
ভিক্ষার ঝুলি যে শূন্য কী হবে এবার!
খোলেনি দরজা কেউ চরম দুর্দিন।
বুভুক্ষুর হাহাকার ব্যথা অন্তহীন
এ দায় কাহারো নয় একান্ত আমার
পৃথিবীর জীব মাত্র জন্মেছি এবার
অনাহার অনিদ্রায় কাটে নিশিদিন।


প্রাণের প্রাচুর্য দেখি স্বল্প পরিসরে
আলো আর আঁধারিতে ভরা এ সমাজ
কারো কী পড়ে না চোখে ক্ষণেকের তরে
পশু পাখি বৃক্ষ নয়ম মানুষের কাজ।
দিন যায় মাস যায় জীবন ফুরায়
সহমর্মিতার হাত কোথায় হারায়।