রোজই আসে আজ আসেনি
কীসের গণ্ডগোল
ঢাকের বাদ্যি যাচ্ছে শোনা
তাক দুমা দুম বোল।


পুষ্প থাকে একটু দূরে
পাতায় ছাওয়া ঘর
পা-পা ক’রে গেলাম আমি
ক’রলো সমাদর।


বসতে দিল চাটাই পেতে
গায়ে মলিন ফ্রক
শুধাই তারে, ‘নতুনটা পর’
চোখ দুটি চকচক।


মেলেনি তার নতুন জামা
তাইতো এমন বেশ
ওকে নিয়ে এলাম ফিরে
এমন পোড়া দেশ!


একটা নতুন জামা দিলাম
জুতো, ঝুমকো দুল
আয় এদিকে তেল দিয়ে দিই
উশকোখুশকো চুল।


পায়েস খেল, মিষ্টি খেল
খেলল কিছুক্ষণ
ওর খুশিতে আমিও খুশি
ভ’রলো আমার মন।