*             দুর্নীতির আখড়া
              অজিত কুমার কর


অর্থ ছাড়া কোনদিনই হয়নি কোনো কাজ
মহারানির স্বীকারোক্তি এতেই  শিরে বাজ!
           সরকারে যে যখন থাকে
          কাজ দিয়ে নেয় অর্থ ফাঁকে
মানুষ যদি দিতে পারে নিতে কিসের লাজ
কখনো বা শর্ত আরোপ বকের মতো সাজ।


মাসোহারা দেয় চিরকাল পথের দোকানদার
না দিলে খায় লাঠির গুঁতো স্থান হবে না আর।
            ঘুষ না দিলে ফাইল অ-চল
             পাতা আছে এমনই কল
  জুতো ছিঁড়ে কয়েকজোড়া কী যন্ত্রণা তাঁর
   কবে হবে কার্যসিদ্ধি, রঙিন ফিতার মার।


দুর্নীতিতে জড়িয়ে ওরা ফৌজদারি সব কেস
কেমন করে পার পেয়ে যায় কী বিচিত্র দেশ।
               কত গুণের অধিকারী
              জীবনযাপন রংবাহারি
টাকা-পয়সা সোনাদানার মিথ্যা হিসাব পেশ
বুক ফুলিয়ে বেড়ায় ওরা বিলাসবহুল বেশ।


কাটমানি চায় কাজের আগে, তাই না ঠিকাদার?
    নতুন নাকি এই লাইনে পাবে না টেন্ডার।
               রাস্তা সেতুর বেহাল দশা
               ছমাস পরে  খসা ধ্বসা
    নতুন নতুন কাজের সৃষ্টি তাই ঘটে বারবার
          চিরকালীন চিত্র এটা কষ্ট জনতার।