দুর্বিষহ জীবন
অজিত কুমার কর


পল অনুপল বড়ই মলিন দুঃখভরা সব
ওদিকে তো ফুলবাগিচায় আনন্দ উৎসব।
প্রস্ফুটিত হবার আগেই যে পায় চরণতল
পারল না সে গন্ধ দিতে ঝরায় আঁখিজল।


সূর্য উঠে চন্দ্র হাসে পাখিরা গায় গান
শোনার মতো হয় না শোনা নীরব অভিমান।
চোখের সামনে ঘটছে যেসব তা তো মিথ্যা নয়
হৃদয় আমার উথালপাতাল অন্দরে প্রলয়।


কেমন আছি কাটছে কেমন শুধায় না তো কেউ
তীরে এসে আছড়ে পড়ে মাঝদরিয়ার ঢেউ।
তাতেই আবার প্রাণ ফিরে পায় শুষ্ক বালুচর
লালকাঁকড়া গর্ত খুঁড়ে তলায় বাঁধে ঘর।


ঢেউ গুনছি তীরে বসে কখন হবে শেষ
আমি গেলেও সাগর র'বে, রইবে দেশ-বিদেশ।
পৃথিবী ও ঘুরবে তেমন শূন্য বাধাহীন
ছাই হয়ে ঠিক উড়ে যাব নিমেষে বিলীন।


এ কী আমার ললাটলিখন না কার অভিশাপ
জানাবে কে, আজ অবধি করেছি কোন পাপ?
আমার কাছে বাঁচা-মরার নেই কোনও তফাৎ
জন্ম এবং মৃত্যু দুটোই ঘটে অকস্মাৎ।


© অজিত কুমার কর