দুর্নীতি রাজনীতি
অজিত কুমার কর


রাজনৈতিক নেতা-নেত্রীর ধান্দা বোঝা ভার
কী যে ভাবে কী কাজ করে পদের অহংকার।
স্বার্থ ছাড়া ফেলে না পা
দুর্নীতিও যায় না মাপা
আলাদিনের প্রদীপটা পায় আর কী বা দরকার।


পাঁচ বছরে কত সম্পদ স্থাবর-অস্থাবর
দেখলে লোকের চোখ ধাঁধাবে প্রাসাদোপম ঘর।
বিলাসবহুল কত গাড়ি
ঘুষের অর্থ কাঁড়ি কাঁড়ি
বিপদ এলে নিজস্ব দল পাল্টাতে তৎপর।


ওদের বাচনভঙ্গি শুনে চক্ষু চড়কগাছ
সভ্য বলে হয় না মনে মনুষ্যেরই ছাঁচ।
পাশেই থাকে চর অনুচর
প্রতিবাদে হয় না মুখর
চুপ করে রয় মোসায়েবরা গভীর জলের মাছ।


ফৌজদারি কেস ওদের নামে কজন মাত্র সৎ
ওরাই তৈরি করে আইন লুটায় জনমত।
অজস্র কেস আছে ঝুলে
রক্তের দাগ যায় না ধুলে
তাইতো দেশের বেহাল দশা লুণ্ঠিত ইজ্জত।


© অজিত কুমার কর