দূষণ কে ছড়ায়
অজিত কুমার কর


লাগামছাড়া এই যে দূষণ
বলো, ছড়ায় কারা?
জীবজগতের কেবল মানুষ
ওতেই ভোগে তাঁরা।


জলে দূষণ, খাদ্যে দূষণ
ওজোনস্তরেও ফুটো,
সারাজীবন যত আরাম
লুটছো, লুটো লুটো।


হিমবাহ একটু একটু
ঝরছে গলে গলে,
উষ্ণতা যে ঊর্ধ্বমুখী
ভূ-মাতার গা জ্বলে।


নীরোগ জীবন পেতে গেলে
বৃক্ষরোপণ আগে,
মিলবে তবেই শুদ্ধ বাতাস
সজাগ দৃষ্টি লাগে।


শুভবুদ্ধির উদয় হবে
এটাই সবার আশা,
তা না হলে শূন্য হবে
এই ভুবনের বাসা।


© অজিত কুমার কর