দূষণ রোধের অঙ্গীকার
অজিত কুমার কর


বাসের অযোগ্য হচ্ছে দিনে দিনে এই ভূমন্ডল
মাত্রাতিরিক্ত দূষণ বেহিসেবী যাপনের ফল।
প্রকৃতির ভারসাম্য রক্ষার দায়িত্ব মানুষের
কারুর সচেতনতা নেই বাতাবরণ ধ্বংসের


যে জোগায় অক্সিজেন নির্বিচারে তারে করে খুন
স্বার্থন্বেষী মানুষেরা অটবিতে ধরায় আগুন
কৃতকর্মের কুফল ভোগ করে রোজ প্রাণীকুল
জনসমক্ষে মানুষ করেনি তো ও'ভুল কবুল।


যদি না সদিচ্ছা জাগে নেই নেই নেই পরিত্রাণ
নিজ দোষে অচিরেই স্পন্দন হারাবে সব প্রাণ।
প্রত্যেকে সজাগ হলে রুখে  দিতে পারি বিপর্যয়
সুদৃঢ় সংকল্প চাই তবে পাব জয় সুনিশ্চয়।


যেখানে যা জলাশয় চরিত্র হনন নয় তার
চলুক বৃক্ষরোপণ নয় নয় আর অনাচার।
বদভ্যাস আমাদের যত্রতত্র ফেলি আবর্জনা
যেন না কেহই করি পুনরায় বালখিল্যপনা।


সবুজের সমারোহে হবে ধরিত্রী লাবণ্যময়ী
চাক্ষুষ অনন্য রূপ এ বিষয়ে সকলে প্রত্যয়ী।
আবার পৃথিবী হবে এক বাসযোগ্য শান্তিনীড়
বিহঙ্গ গাহিবে গান নদী বয়ে যাবে তিরতির।


© অজিত কুমার কর