স্বচ্ছ মনের মানুষ এখন আতসকাচে
গণতন্ত্রের পৃষ্ঠে নিত্য চপেটাঘাত
কী করে এই পোড়া দেশে পরান বাঁচে
তোতাপাখি আউড়ে চলে রবীন্দ্রনাথ।


সব ক্ষমতা হাতের মুঠোয় রক্তধারা
প্রলয়নাচন দিনদুপুরে হিংস্র ছবি
নয়কো সহজ ভাঙা এমন কঠিন কারা
নেই সুকান্ত দুখু মিঞা বিশ্বকবি।


মিলবে কোথায় মুক্ত জীবন প্রসন্নতা
খুবই কঠিন সুস্থভাবে জীবনযাপন
পৌঁছবে না কানে কারও এই বারতা
দুখের ভেলায় চলছে ভেসে উত্তরায়ণ।


প্রকাশ্যে আজ চলছে কুটিল ঘাত প্রতিঘাত
প্রতিবাদের দৃপ্ত ভাষা আটকে ফাঁদে
চাই যে এখন প্রবল বেগে জলপ্রপাত
ছদ্মবেশী ভানুসিংহ ফুঁপিয়ে কাঁদে।