*        মুখোশের আড়ালে


  যা দেখি তা মানুষের মুখ না মুখোশ
বোঝা ভার মতিগতি দোষী না নির্দোষ।
             সফেদ পোশাক
              চাতুরালি বাক
  অচিরে সুযোগ বুঝে অশনি নির্ঘোষ।


  ফাঁদে পড়ে যথারীতি বিপন্ন জীবন
                অবরুদ্ধ পথ
                অসত্য শপথ
    তখন অনন্যোপায় সর্বস্ব লুন্ঠন
    অবিমৃষ্যকারিতার কুফল এমন।
                    ***


          কবে রহস্য উদঘাটন


   বছর বছর আসে জানুয়ারি মাস
রৌদ্রকরোজ্জ্বল দেখি তেইশে-আকাশ।
          নেতাজির জন্মদিন
          ভারতের যত ঋণ
এক দিনে পরিশোধ কেবল উচ্ছ্বাস।


সদিচ্ছা কারুর নেই সত্য উদঘাটন
        নিদারুণ ধান্দাবাজি
         প্রিয়দর্শিনী, চাচাজি
   ছাপান্নর গাফিলতি, জীবন দর্শন
গঠিত হতেও পারে ফের কমিশন।