*            দ্বিশতবর্ষে বিদ্যাসাগর
                 অজিত কুমার কর


  বয়স দুশো যে সাগরের, তা এক জ্ঞান-সাগর
  ওই সাগরের পুণ্য স্পর্শে মুক্ত গ্রাম শহর।
    ঊর্মিমালা অন্তরে তাঁর নেই বহিঃপ্রকাশ
  তাঁর আন্তরিক প্রচেষ্টাতে সমাজের বিকাশ।


  ওই সাগরের ঢেউয়ের কাছে বঙ্গবাসী ঋণী
   নিষ্ঠা এবং একাগ্রতার শ্রেষ্ঠ আধার তিনি।
   যেখানে তাঁর পাদস্পর্শ সাফল্য দেয় ধরা
    বঙ্গজুড়ে নারীশিক্ষার কাটিয়েছেন খরা।


  কেউ কখনো হয়নি বিমুখ, পূর্ণতা পায় চাওয়া
তাঁর জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তি মা'র আশীর্বাদ পাওয়া।
  কুসুমকোমল চিত্ত যে তাঁর বাহির কঠিন অতি
   তিনি ছিলেন দূরদর্শী চোখে দিব্য জ্যোতি।


  ওই সাগরের সৌম্যমূর্তি চিত্তে জাগায় আশা  
    মাতৃভূমির প্রতি ছিল গভীর ভালোবাসা।
   বাংলা ভাষার জনক তিনি বিশাল মহীরূহ  
       শ্রদ্ধাভরে স্মরণ করি অবদান সমূহ।


© অজিত কুমার কর