ইদ মানে তো মহামিলন
অজিত কুমার কর


চাঁদের দেখা না যদি পাই কেমনে হবে ইদ
আকাশের মুখ বেজার কেন কে ভাঙাবে জিদ?
বাইনোকুলার হাতে নিয়ে চলছে চাঁদের খোঁজ
ও আদুরে মেঘবালিকা আমার ব্যথা বোঝ।


সারাদিন নাই রবির দেখা ফুরিয়ে এল দিন
ঠিক গোধূলিবেলায় দেখি আকাশটা রঙিন।
উঁকি দিল একফালি চাঁদ হর্ষ অনাবিল
প্রভাত হলেই ইদের নমাজ একসাথে শামিল।


দেখছি কদিন হাটবাজারে কেনাকাটার ভিড়
নতুন পোশাক পাওয়ার জন্য ছোটোরা অস্থির।
কিনছে লাচ্ছা, সিমাই, কাজু পেস্তা ও কিশমিশ
হাতে হাতে লম্বা ফর্দ, চাই যে সব জিনিস।


যাদের কেনার সামর্থ নেই বাড়িয়ে দেব হাত
আমার কথায় মা ও বাবা রাজি তৎক্ষণাৎ।
কিছু খাবার, পোশাক-আশাক ওদের দিতে যাই
আশীর্বাদে ভরিয়ে দিল খুশির অন্ত নাই।


ইদ মানে তো মহামিলন কুশল বিনিময়
হিংসা বিভেদ দেয় ভুলিয়ে মানবতার জয়।
প্রভুর কাছে প্রার্থনা এই মোচন কর দুখ
ক্ষমা করে দিয়ো তুমি যে করে ভুলচুক।


© অজিত কুমার কর