*        মনুষ্যত্ব


   অর্থলিপ্সা মাত্রাছাড়া
লুটে নেওয়ার জন্য তাড়া।
         কী বিচিত্র
         এটাই চিত্র
মানব-মনে দেয় না নাড়া।


মানুষ কবে 'মানুষ' হবে
     নেইকো বিকার
         যথেচ্ছাচার
এ' দুর্মতির বিলোপ যবে
দেশের বিকাশ হবে তবে।
            ***


       সমন্বয়


ধর্ম নিয়ে হানাহানি
বর্ণ নিয়ে কানাকানি
     বন্ধ হোক।
     মর্ত্যলোক
স্বর্গ হবে, সত্য বাণী।


একটি ধর্ম পৃথিবীতে
      বিভেদ নয়
       সমন্বয়
কর্ম করুন মানব-হিতে
বিরাজ করুন শুদ্ধ চিতে।
          ***


    না- গণতন্ত্র


বিপন্ন দেশ, গণতন্ত্র
চলছে এখন দলতন্ত্র।
     শুধু আড়ম্বর
     রুদ্ধ কণ্ঠস্বর
বড় নিষ্ঠুর স্বৈরতন্ত্র।


সংবিধানের পবিত্রতা
   কৌশলে নষ্ট
   জলবৎ স্পষ্ট
বিঘ্নিত তাই স্বতন্ত্রতা
অব্যক্ত রয় মনের কথা।
             ***


       সন্ধিক্ষণ


আইআইটি শ্লোগান মুক্ত
অন্যগুলো ভীষণ যুক্ত।
         অশান্ত
         প্রাণান্ত
সুচেতনা প্রায় বিলুপ্ত।


   সুনির্দিষ্ট পাঠ্যসূচি
       যা উচিত
        বিপরীত
   কর্মকাণ্ড, নষ্ট শুচি
এটা কেমন অভিরুচি।
         ***