একা একা জমে না
অজিত কুমার কর


জুহুবিচে একলা একা লোকজন নেই কেউ
তখন কারও ইচ্ছে করে ভাঙতে সাগর-ঢেউ?
ষোলোআনা ইচ্ছে আমার সাগরে দিই ডুব
আমায় সাথি করলে বুঝি কষ্ট হত খুব?


খবর পেলে যেতাম চলে আমি তৎক্ষণাৎ
আমায় দেখে অবাক হতে আবির্ভাব হঠাৎ!
পায়ের তলায় সরষে থাকে কী করে রই স্থির
মন বলে তুই রইবি ঘরে সর্বদা অস্থির।


তুমি আমি ঢেউ কাটাতাম দিতাম একটু লাফ
জোরে দিলেই পড়বে খসে খোঁপার লাল গোলাপ।
আনন্দ ভাগ করে নিতাম পেতাম অপার সুখ
জল থেকে বালুকাবেলায় উলটো অভিমুখ।


সময়টা কি কাটত খারাপ, বল তো এবার
যদি বল মন্দ হতো, মানব আমি হার।
সাগরতটে ঠান্ডা হাওয়া শনশন ঝাউবন
শিহরিত হচ্ছে তনু সুড়সুড়ি দেয় মন।


বাতাসই সব খবর আনে ঘরের জানালায়
উঁকি মারে কোথায় আমি রয় না প্রতীক্ষায়।
বার্তাটুকু দিয়ে বাতাস নিমেষে হাওয়া
নিরন্তরই চলতে থাকে ওর আসা যাওয়া।


মিতালি নয় একার সাথে ও মিত্র সবার
তোমার খবর দেবেই দেবে সন্দেহ কী আর!
চেয়েছিলাম ডাক পাঠাবে, না পেয়ে হতাশ
তোমায় সঙ্গ দেওয়ার জন্য তৈরি অবকাশ।