আমার সাথে একটুখানি তফাত
রোজ বিকেলে তোর ক্রিকেট খেলা
ব্যাটিংটা তোর পছন্দ নয় আদৌ
বোলিং করে শুধু উইকেট ফেলা।

আমি তখন যানুদিঘির জলে
বুকসাঁতারে এদিক-ওদিক করি
পাশে থাকে মাসির মেয়ে রীতা
দাদু-দিদার আমরা দু'জলপরি।

ইসকুলে তুই বরাবরই ভালো
শিক্ষিকারা করেন গুণগান
প্রতিবছর প্রথম স্থানটি পাকা
রেকর্ডগুলো ভেঙে করিস ম্লান।

ভাল্লাগে না আমার স্কুলে যেতে
দিঘির জলে মনটা পড়ে থাকে
ছবি আঁকতে ভালো লাগে ঠিকই
জল যে আমায় নিশির মতো ডাকে।

নদীর বুকে সাঁতার কাটতে মজা
মুর্শিদাবাদ থেকে পেলাম ডাক
জনা পঁচিশ নামল সেদিন জলে
স্রোত ছিল বেশ, ছিল ঘূর্ণিপাক।

পৌঁছে দেখি আমিই হলাম প্রথম
দ্বিতীয় জন এল অনেক পরে
ফুলের মালা পরিয়ে দিল গলে
অভিনন্দন আমার নামটি ধরে।

স্বজন যাঁরা দেখে বড়ই খুশি
জড়িয়ে দাদু শূন্যে ছোঁড়ে কিল
লেখাপড়ায় নাই বা হলি প্রথম
এখানেই তোর আমার সাথে মিল।

গর্বে আমার হৃদয় নেচে ওঠে
আমিও কেমন ফুল ফোটাতে পারি
জীবনযুদ্ধে একাগ্রতাই চাবি
কারও পাল্লা একটুও নয় ভারী।