*               একাকিনী
            অজিত কুমার কর


তুমি যে একেলা থাকো দুরে এই দ্বীপে
  বারবার আসি তাই তোমার সমীপে।
           ফিরি নিয়ে যত দুখ
           চোখে পড়ে হাসিমুখ
তোমাকে দারুণ লাগে বড় লাল টিপে।


  ফুলে ফুলে ভরা থাক তোমার ভুবন
            মধুপ শোনাবে গান
             পাখিদের কলতান
   প্রাকৃতিক শ্যামলিমা ভরে দেয় মন
   দেখা না পেয়েও হবে বাসনা পূরণ।


    মোহনার কাছাকাছি দুর্গম ব-দ্বীপ
  উচ্ছল তটিনী-পাশে ছোটো অন্তরীপ।
             অপরূপ বনাঞ্চল
              হরিণীরা সচঞ্চল
   সাগর আমারে ডাকে তুমি বিপ্রতীপ।

    কখন সংকেত দেবে, তুমি নিরুত্তর
           করো প্রিয়ে কর্ণপাত
            বন্ধ হবে যাতায়াত
       তরঙ্গসঙ্কুল পথ কোথা বালুচর
      কুয়াশাচ্ছন্ন মিহির অতল সাগর।