*            মা


আগলে রাখে, আলো দেখায়
লক্ষ্য রাখে কখন কি চায়।
         যখন কাতর
         ছড়ায় আদর
শিশু তাতেই সান্ত্বনা পায়।


  মা বিহনে জগৎ আঁধার।
        সবাই বোঝে
        মাকে খোঁজে
মায়ের কাছে যত আবদার
মিটিয়ে দেবে দাবি সবার।
           ***


      অনিন্দ্যসুন্দর পৃথিবী


    এ পৃথিবী এখনো সুন্দর
রোজ প্রভাতে মেলে রবির কর।
             কিয়দংশ
            করে ধ্বংস
   আছে গঙ্গা মানস সরোবর।


     করি যদি সানন্দে বরণ
             হিংসা ভুলে
             প্রেমের ফুলে
      বিশ্ব হবে তখন সুশোভন
     ভাবি আমি তা যে অনুক্ষণ।
                ***


       ফুলকো লুচি


গরমাগরম ফুলকো লুচি
হটিয়ে দেবে সব অরুচি।
     পাতলা ছিমছাম
     দেখেও আরাম
  মা-ঠাকুমা স্মিতাশুচি।


পাতে দেবে বেগুন ভাজা
       অড়হর ডাল
     চাটনি টকঝাল
মোয়ার সাথে গজা খাজা
শেষে কফি গরম তাজা।
          ***


     জননী জন্মভূমি


  মনের  মণিকোঠায় ভরে
রাখবো খুবই যতন করে।
           বঙ্গভূমি
          ধন্য তুমি
রেখো মাগো তোমার ঘরে।


তোমার কোলে জন্মেছি মা
       তোমার মাটি
        শীতলপাটি
সোনার ফসল, অরুণিমা
তুমি আমার মা প্রতিমা।
           ***