এখন বসন্ত
অজিত কুমার কর


না দিলে চুম ভাঙে না ঘুম
বৃথা ডাকিস তুই,
লেপ জড়িয়ে মুখ ফিরিয়ে
এবার তবে শুই।


দুয়ার খুলে এলো চুলে
আলতাপরা পায়,
আসবি যখন উঠবো তখন
এটাই এ মন চায়।


পলাশ শিমুল রঙিন দুকূল
পায়ে রুপোর মল,
থালায় প্রদীপ কপালে টিপ
কেমন লাগে বল!


এখন ফাগুন  বাঁশিতে ধুন
প্রজাপতির ঝাঁক,
কোয়েল ডাকে না আমাকে
হৃদয় পুড়ে খাক।


একটু পরশ জাগায় হরষ
কণ্ঠে ঝরে সুর,
সহে না তর এসে হাত ধর
নিকট হবে দূর।


© অজিত কুমার কর