এখনো সবুজ
অজিত কুমার কর


বদলে যাওনি একটুকুও লাগছে তোমায় বেশ
বয়স একটু বেড়েছে তাই পাতলা এখন কেশ।
বহিরঙ্গে বয়সের ছাপ অন্তঃরঙ্গে কম
আমি কি খুব ভুল বলেছি, না সঠিক একদম।


চিনতে আমি পেরেছি ঠিক তিরিশ বছর পর
পথের মাঝে হঠাৎ দেখা দৃষ্টি পরস্পর।
জড়িয়ে ধরি যখন তোমায়, কুণ্ঠা এ কি ঠিক
বুঝিয়ে দিলাম ভালোবাসা কেমন আন্তরিক।


জানতে চাইলে কার্যকলাপ, প্রশ্ন অন্তহীন
অকপটে প্রকাশ করি সেটাই সমীচীন।
যেমন তুমি দেখেছিলে হয়নি রদবদল
এখনো ঠিক এই দুটো হাত তেমনই সচল।


জানতে চাইনি তোমার কাছে, এখন অবাস্তব
তাইতো আমি মৌন ছিলাম, বুঝতে পারি সব।
জানি না আর এই জীবনে হবে কি সাক্ষাৎ
জীবদ্দশায় পেলাম দেখা তোমার অকস্মাৎ।


© অজিত কুমার কর