দড়ির দোলা দোদুল দোলে
খাতা-কলম ঝিমোয় কোলে
শব্দগুলো দিচ্ছে না কেউ ধরা,
মেঘলা আকাশ নিম্নচাপে
দগ্ধ দেহ তপনতাপে
বৃষ্টি এসে স্বস্তি দিল ত্বরা।


ইচ্ছে হ’লো একটু লেখি
নয়ন মেলে আকাশ দেখি
ঝরছে বারি কাটবে কখন কালো,
বিফল আমি শব্দ খুঁজে
এবার কিন্তু চক্ষু বুজে
বজ্র পড়ে ধমকাল চমকালো।


একটু লিখি আবার কাটি
সকল চেষ্টা বিফল মাটি
কোনো কথা আসছে না তো ভেসে,
‘বল আমারে কীসের গোঁসা
ঠাকুরঘরে নাড়ছি কোশা
মান ভাঙাতে কী চাই’ শুধাই হেসে।


‘লেখা দিতে কালকে যাবো
আগাম কিছু তবেই পাবো
এমন করে দিস না আমায় ফাঁকি,
দে আমারে এবার ধরা
লিখি একটা মজার ছড়া
আর কত কাল বলনা বসে থাকি।’