একুশ পেল স্বীকৃতি
অজিত কুমার কর


মাতৃভাষার মান বাঁচাতে অকাতরে জীবনদান
এপার বাংলা ওপার বাংলা মানভূমেও আন্দোলন
এমন নজির আরও আছে প্রাচ্যে এবং প্রতীচ্যে
দমিয়ে রাখার ব্যর্থ প্রয়াস বলপ্রয়োগে নিষ্পেষণ।


অবলীলায় শেখে ভাষা  মায়ের সহযোগিতায়
শিশুর কান্না মায়ের ভাষায় মা বোঝে তাই সহজে
মা-ডাক শুনে মায়ের হৃদয় হিল্লোলিত খুশিতে
শত জ্বালা সহ্য করেও সব জননী রয় মজে।


মাতৃভাষার মাধ্যমে হয় প্রথম বর্ণ পরিচয়
লেখা শিখতে দেরি হলেও বলতে সময় কম লাগে
এতে কারুর নেইকো দ্বিমত দেখছে এমন ঘটনা
কী আনন্দ তখন মায়ের সব যাতনা দূর ভাগে।


ঘটেছিল ঐতিহাসিক একুশের সেই আন্দোলন
ঢাকার বুকে ভরদুপুরে আমজনতার জমায়েত
উজ্জীবিত মাতৃমন্ত্রে পিছপা হতে চায়নি কেউ
মারণ অস্ত্র ওদের হাতে সু ছিল না অভিপ্রেত ।


গুলিবর্ষণ নির্বিচারে ধূসর মাটি রক্তে লাল
বুঝল না হায় শাসকশ্রেণি করতে চাইল কণ্ঠরোধ
স্বস্তি মাত্র কয়েকদিনের ক'রল আত্মসমর্পণ
একগুঁয়েমির উচিত শিক্ষা বিনাশকালে লুপ্ত বোধ।


© অজিত কুমার কর