*           এলো না বসন্ত
           অজিত কুমার কর


  এসেছে বসন্ত ঋতু এলো না বসন্ত
বসে আছি নদীকূলে প্রতীক্ষা অনন্ত।
        খেয়া যায়, ফিরে আসে
          দীর্ঘশ্বাস জলে ভাসে
  সূর্য গেল অস্তাচলে রক্তিম দিগন্ত।


   আঁধার ঘনিয়ে এলে পারাপার বন্ধ
  বাতাস জুগিয়ে চলে মোহিনী সুগন্ধ।
          ডুবে যায় সাঁঝতারা
           তখন আঁধারে হারা
ভেসে আসে রিনিরিনি কার বাজুবন্ধ।


   রজনি গভীর হলে ধরা নিদ্রামগ্ন
কোথাও সানাই বাজে, কারো মধু-লগ্ন।
            বিষণ্ণতা একরাশ
           অচিরেই করে গ্রাস
    শিথিল চরণ দুটি  মনোরথ ভগ্ন।


   জীবন আমার কেন এত অভিশপ্ত
এখনো তোমাতে আমি আছি অনুরক্ত।
           আশালতা কুহকিনী
           নূপুরের কিনিকিনি
রামধনু আজো ওঠে, জাগে ঋষি সপ্ত।