এল সেই পাখি
অজিত কুমার কর


কত পাখি আসে ফের উড়ে যায়
আসে না তো আর চেনা সেই পাখি
অপরূপা নয় দেয় মিঠে শীষ
কখন আসবে পথ চেয়ে থাকি।


পাখিরা এলেই জিজ্ঞেস করি
নাম তো জানিনা কী নাম বলবো
ভ্যাবাচ্যাকা খেয়ে তাকায় এদিকে
বলি শিস দিলে চিনতে পারবো।


সূর্য ডুবলে নীড়ে ফেরে পাখি
কখনো বা ঝাঁকে কখনো একেলা
দ্রুত উড়ে যায় চেনা দুষ্কর
এভাবেই কাটে আমার দু'বেলা।


যদি জানতেন কোন বনে বাসা
তাহলে যেতাম খোঁজ নিতে তাঁর
শিস দিলে ঠিক খুঁজে পাবো তাকে
গাঁথা আছে সুর মননে আমার।


প্রতিদিন প্রাতে বেড়াতে বেরোই
মনে মনে ভাবি আজ পাব দেখা
পূরণ হয় না এ আশা আমার
ঘরমুখো হই আমি একা একা।


তখন বিকেল পাখি ডেকে উঠে
সেই চেনা সুর জামরুল গাছে
আমার ভাষা তো বুঝবে না পাখি
তবু ডেকে বলি আয় আয় কাছে।


© অজিত কুমার কর