*                                        
বোঝার 'পরে শাকের আঁটি নয় সে তেমন ভার।
               সবাই মিলে বহন করি
               আমি তো তার সহচরি
     আজ্ঞাটুকু পালন করি সব দায়িত্ব তার
   এসো এসো দ্বিধা কেন খোলাই আছে দ্বার।


               সবই তো তার দান,
জীবজগতের সাথে যে তার অবিচ্ছেদ্য টান।
                লক্ষ্য বিশ্বচরাচরে
            জীবের ব্যথা ব্যাকুল করে
জোগান দিতে ব্যস্ত সদা জোয়ার ভুট্টা ধান
শুদ্ধ বাতাস, পানীয় জল সবই তো তার দান।


                 আবার ফিরে যায়,
আজ এসেছ কালকে যাবে কেউ কারো নয় দায়।
                দুদিন শুধু পাশাপাশি
              কখন কান্না কখন হাসি
   জনম নিয়ে জীবন আসে আবার ফিরে যায়।


                    জীর্ণ কুঁড়েঘর,
       পড়েছে আজ চরণচিহ্ন প্রফুল্ল অন্তর।
              যেদিন তুমি মেলবে ডানা
             শুনবে না আর আমার মানা
অসীম তখন ডাকবে তোমায় সইবে না আর তর
      পূর্ণ এখন আমার ভুবন, জীর্ণ কুঁড়েঘর।