এসো গাছ লাগাই
অজিত কুমার কর


বাঁচার রসদ যত বৃক্ষ করে দান
না দিলে হারিয়ে যেত প্রাণীদের প্রাণ।
ফল-ফুল-পাতা দেয় আর অক্সিজেন
বিষাদ কাটাতে কারও লাগে আহিফেন।
ওষধি গাছের গুণ জানে না সবাই
আয়ুর্বেদ শাস্ত্রে পাবে ক'জনা বা খাই!
বিষাক্ত রাসায়নিক শিরায় শিরায়
তবুও মানুষ ক্ষেতে ও' সার ছড়ায়।


পরিত্রাণ পেতে চাই অরণ্য-সৃজন
এখনো সময় আছে দিতে হবে মন।
যথাযথ পরিচর্যা অতি আবশ্যক
নিবিড় অরণ্য ভালো তাপ নিরোধক।
পৃথিবী সবুজ হলে উষ্ণায়ন হ্রাস
ভবিষৎ প্রজন্মের নিশ্চিন্ত আবাস।


© অজিত কুমার কর